হঠাৎ বৃন্তচ্যুত পাতার মতোই
মনটা কোথায় যেন ঝরে পড়ল।
নয় হতাশা, নয় অপ্রাপ্তি।
সামনে বিশাল প্রাপ্তির পাহাড়
ঢেকুর তুলে হাতছানি দেয়।


সুখানুভূতিরা ভাড়ি পাখায়
উড়তেই মাটির স্তুপ করে আলিঙ্গন।
আমার নিরুত্তাপ মনে অগ্নি স্ফুলিঙ্গের
ন্যায় ভাসমান টুকরো টুকরো
জ্যোতস্নার ক্ষীণ আলোর নাচন।  


কখনো আবার জোনাকিরা সুর তুলে
গায় মধ্যরাতের নির্জন পাতাল ভুমে।
অনুভূতি খোঁজে কিছু অবিশ্বাস্য,
কিছু অলৌকিক, নয়তো কিছু অসম্ভাব্য...