গত কালের বাকিটুকু ...


  যেখানে শিশুকাল খুঁজে পাই
পাই ছেলেবেলার সুখানুভূতি;


পাই না পাওয়া সুখ রাশি রাশি
ভালবাসার আমোঘ আস্বাদনে
            হই স্নাত।


দেখি অজানা ফুলের ডানায়
    রং ছড়ানো প্রজাপতি,
     মৌমাছির ছুটোছুটি।


কখনো বা নির্মল মাদকতায়
মেতে উঠি সুগন্ধ সৌরভে।


যে রাজপুরিতে নিজেই হই
       রাজকন্যা
  অপেক্ষার প্রহর গুনি
      রাজপুত্রের।


যেখানে মৃদুলা সুরে রঙিন
পাখিদের কিচিরমিচির গানে
     মনে জাগে অজানা
    প্রেম হই আবেশিত।


কখনো পরী হয়ে উড়ে
    চলি দিক দিগন্তে,


  ভেসে বেড়াই নীলান্ত আকাশে
   শুভ্র মেঘেদের ভেলায় নয়ত,
চাঁদের দেশে তারাদের কাছাকাছি!


হঠাৎ চমকে উঠি!!!


সোনালী সূর্যের একটুকরো রশ্মি মৃদু স্পর্শ
এসে ছুঁয়ে দেয় ঘুমন্ত চোখে..


বিদ্রুপ কণ্ঠি ঘড়িটা মুচকি হেসে বলে
   জেগে উঠ জেগে উঠ রূপবতী
        এখন সকাল ৯টা। গত কালের বাকিটুকু ...


  যেখানে শিশুকাল খুঁজে পাই
পাই ছেলেবেলার সুখানুভূতি;


পাই না পাওয়া সুখ রাশি রাশি
ভালবাসার আমোঘ আস্বাদনে
            হই স্নাত।


দেখি অজানা ফুলের ডানায়
    রং ছড়ানো প্রজাপতি,
     মৌমাছির ছুটোছুটি।


কখনো বা নির্মল মাদকতায়
মেতে উঠি সুগন্ধ সৌরভে।


যে রাজপুরিতে নিজেই হই
       রাজকন্যা
  অপেক্ষার প্রহর গুনি
      রাজপুত্রের।


যেখানে মৃদুলা সুরে রঙিন
পাখিদের কিচিরমিচির গানে
     মনে জাগে অজানা
    প্রেম হই আবেশিত।


কখনো পরী হয়ে উড়ে
    চলি দিক দিগন্তে,


  ভেসে বেড়াই নীলান্ত আকাশে
   শুভ্র মেঘেদের ভেলায় নয়ত,
চাঁদের দেশে তারাদের কাছাকাছি!


হঠাৎ চমকে উঠি!!!


সোনালী সূর্যের একটুকরো রশ্মি মৃদু স্পর্শ
এসে ছুঁয়ে দেয় ঘুমন্ত চোখে..


বিদ্রুপ কণ্ঠি ঘড়িটা মুচকি হেসে বলে
   জেগে উঠ জেগে উঠ রূপবতী
        এখন সকাল ৯টা।