কি এমন কষ্ট ছিলরে তোর
এক বুক কষ্ট চেপে চলে গেলি; এই অবেলায়
বলবি আমায় একবার নির্দ্বিধায়?


দেয়ালে টাঙ্গানো ছবিটা যেন আজো কথা কয়
টল টল চাহনি সবার দৃষ্টি কেড়ে নেয়,


ঠোঁটের কোণে সেই স্মিত হাসি
কি যেন বলতে গিয়ে থেমে যায়।


এইতো সেদিন আঠার ছুলি
বল কি করে আজ তোকে ভুলি?


মায়ের কোলে তোকে আদম দেখেছি
কত্ত নাদুস নুদুস তুই যে ছিলি..
  
মা তোকে আদর করে কালো চাঁদ একে দিত ঐ কপালটায়
আর তুই হাসির ঝর্না বহাতিস ছোট্ট ঠোঁটে?


বড় মায়াময় বড় আদর মাখা মুখখানা তোর
হৃদয় চিরে দুভাগ হয়,যতবার দেখি দেয়ালে বন্দি ফ্রেমে
তোর নিস্পাপ নিস্পলক দৃষ্টি!


হয়তো আর কখনো হবে না দেখা সাথে তোর
হৃদয় হবে খন্ড বিখন্ড ব্যথায় হব বিভোর।


মনে রাখিস এখনো তোকে ভালোবাসি
অপেক্ষায় আছি তোর..