ব্যথারা কূট কূট করে
কামড়ে দেয় মগজ,
দিশাহীন দৃষ্টি প্রসারিত...


আবেগে নিথর মন পরাভূত,
বার বার নিষ্পেষিত।


কেন এমন মৃত্যু?
বাঁধ ভাঙ্গা জল সাগর চোখে উপচে পড়ে।
  
কে পারে মুছাতে চুইয়ে পরা
গলিত জলের ফোটা?


কে লাঘবে অন্তহীন
হৃদয়ের করুণ ব্যথা?


কে পারে থামাতে
ফুঁপিয়ে কান্নার চাপা আওয়াজ?


হৃদয় বিদারিত পাশবিক
আত্মকেতনের ঝম ঝম শব্দে।


নীরব মন গোপন তরঙ্গে হয় বিস্ফোরিত।