লেখা পড়া অনেক হল
লাগছে না আর বেশ,
খাতা কলম রাখলাম তুলে
পড়াশুনা শেষ।


প্রতিদিন শত শিক্ষক
কত্ত রকম শেখায়,
কখনো মন বেশ মনোযোগ
কখনো উঠে শিকায়।


একই কথা একেক শিক্ষক
একেক রকম কয়,
কঠিন তরল বিষয়গুলো
কখনো লাগে ভয়।


কখনো পড়া অনেক কড়া
কখনো আবার হৃদয় হরা
কখনো দেখি ছন্দ ছাড়া।


ভাবছি মনে আর হবে না
পড়তে মন ভাল্লাগে না।


রাতের আকাশ আলোয় ভরা
আপন মনে গুনব তারা।