বন্ধুরা সব কোথায় গেলি
আসবি কবে বাড়ি,
আজ না এলে ভাবছি মনে
নিবই আমি আড়ি।


তোরা আমার প্রিয় বন্ধু
তোরাই আপন জন,
তোদের ছাড়া খেলা ধূলা
হয়েছে বল কখন?


চড়ূই ভাতি কানা মাছি
খেলবো পায়ে বল,
খেলার ছলে দুষ্টুমিতে
মন হবে চঞ্চল।


রুম্পা টুম্পা সাগর সায়র
এখনো তোদের খুঁজি,
তোদের কথা মনে পড়লে
অশ্রু জলে ভিজি।


রূপা ছিল রূপের রানী
মেজাজ ছিল চড়া,
পান থেকে খসলে পরেই
ফুটত কথা কড়া।


মন্টু ছিল বেজায় অলস
খেতে বেশ পটু,
ওকে নিয়ে রঙ তামাসা
করত নাট বল্টু।


অমর ছিল সবার প্রিয়
বিদায় নিল আগে,
ওর কথা পড়লে মনে
হৃদয়টা কাঁদে আবেগে।


বন্ধুরা সব ভালো থাকিস
যেতায় যেমন আছিস,
টুকরো টুকরো স্মৃতিরগুলো
হৃদয় কোঠায় রাখিস।