বসন্ত বিয়োগে ব্যকুল মনা
    চৈত্রের খড়তাপ,
  রুক্ষ প্রাণে রুদ্ধ শ্বাসে
  মনে জাগে অভিশাপ।


কালবৈশাখী ধুইয়ে মুছে দেয়
প্রকৃতির রৌদ্র রূপ করে দূর,
প্রবল প্রতাপে ভেঙে চূড়ে সব
     দৈনরা হয় ভব ঘুর।


বৈশাখ আসে নতুনত্ব নিয়ে
   প্রাণে জাগে উল্লাস,
রসালো ফলে নতুন ফসলে
    মনে জাগ্রত উচ্ছ্বাস।


   বৃষ্টি বর্ষায় প্লাবিত ভূমি
চির সজীব সবুজ তেপান্তর,
  কদম ফুলে সুগন্ধ ছড়ায়
স্নিগ্ধ শোভায় তৃপ্ত হয় অন্তর।


শরতের আকাশ যেমন শোভিত
    তেমনি শুভ্র কাশ বন,
প্রকৃতির এরূপ নিদারুণ রূপে
      উচ্ছলিত হয় মন।


হেমন্ত দিনে কৃষকের মনে
      স্নিগ্ধ শুভ হাসি,
নতুন ফসলে ভরেছে মাঠ
  পাকা ধান রাশি রাশি।


উত্তরীয় হাওয়া বলে দেয় মনে
   আসছে শীতের কাঁপন,
আপন বিছানায় কম্বল মুড়িয়ে
    কেবলই রাত্রি যাপন।


বসন্ত বাগান সুরভিত আজ
      অজানা সব ফুলে,
  মধু আহরণে মৌমাছিরা
       উড়ছে দলে দলে।