সুপ্ত হৃদয় দহন যখন গলিত লাভার
ঘন ফোটায় উত্ত্যক্ত হয় চারিধার
দগ্ধ হয় পোড়ে ছারখার,


যখন বিষাক্ত সাপের দংশনে
জর্জরিত কোন অসহায় রমনীর
কণ্ঠ চিরে ভয়ার্ত চিৎকার,


যখন ক্ষুধার্ত বুভুক্ষু শিশুর
নির্ঘুম রাত থেকে থেকে
ক্ষুধা যন্ত্রণার হাহাকার,


যখন বিধবা মায়ের একমাত্র
সোনা মোড়ানো সন্তানের মিথ্যার
চাবুকে নিমর্ম অত্যাচার,


যখন যৌতুকের দাবানলে
নববিবাহিতা নারীর
স্বর্ণালী স্বপ্নের সৎকার,


যখন অবুঝ নারী শিশুটি
না হয়ে স্নেহের, হল শিকার
পৈশাচিক কামনার হাতিয়ার,


যখন স্বার্থবাদী শোষক
অন্যায়ের তীর ছুড়ে
অভুক্ত নিরীহ জনতার,


যখন প্রেমিক নামক লালায়িত
কামুক স্বপ্ন বুনে মিথ্যার,
করে প্রবঞ্চনা নেই ধিক্কার,


তখনও কি বলব আমরা
সুখী সুন্দর সমাজের
অংশীদার?


নাকি সত্যের জন্য লড়ব
ন্যায়ের মশাল হাতে এগিয়ে যাব
চাইব অন্যায্যতার প্রতিকার?