রক্ত ঝরা মার্চ। বাংলার জীবনে এই মাসটি একটি চির স্মরণীয় মাস বলেই গণ্য। এ মাসেই স্বাধীনতা নামক অমূল্য শব্দটির বাংলা অভিধানে তথা বাংলাদেশের মানুষের জীবনে এক অনাবিল আনন্দের বন্যা প্রবাহিত করে। স্বাধীনতা শব্দটি হয় অমর অক্ষয়। এ সময় যারা বাংলাদেশের পক্ষে অন্যায়ের বিপক্ষে চরম সাহসীকতার পরিচয় দিয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল তাদের স্মরণে আজকের এই কবিতাটি।


আমি প্রখর উদ্দীপিত বলে
রাজ্যনীতি করেছে,
          আমায় রুদ্ধ কারাবাসী।
          আমি প্রবল প্রতাপে দুমড়ে মুচড়ে,
          কালবৈশাখী রূপে হয়েছি সর্বনাশী।
আমি দামাল ছেলের চোখে
জাগিয়েছি নবালোকিত ভোর
         রন্ধ্রে রন্ধ্রে বেজে উঠেছিল
         প্রাণ উল্লাসী অমূল্য সুর।
   আমি মধ‌্যাহ্ন রবির তপ্ত কিরণে  
   হয়েছি দীপ্তমান,
            অন্যায় আর অরাজকতা
            হয়েছে সব চির ম্লান।
   আমার উচ্চ কন্ঠে উচ্চারিত হয়েছে
    ন্যায়ের ন্যায্য ধ্বনি
            কালের আর্বতে স্মরিবে সবাই
            স্বাধীনতার অমূল্য বাণী।


স্বাধীনতা তুমি স্বাধীন দেশের
সোনার চেয়ে দামি
তোমার স্বরূপ হোক ভাস্কর
প্রতিটি অন্তযার্মি।