আজ মনে ভাবনা গুলো কোথায় যেন গেল ধেয়ে
হয়তো সুনামী নয়তো জোয়ার গেছে নিয়ে ভাসিয়ে।


আমি শুধু নীরব মনে অদূরে ভাবনা ঠেলে
তাকিয়ে আছি অপলকে উদার দৃষ্টি মেলে।


প্রেম প্রেম মনটা নেই আজ সাথে আর
বিরহও নেই মনে কেঁদে হয়না হাহাকার।


নেই কোন রাগ, তিক্ততা, নেই মনে কোন ক্ষোভ
সবই পেয়েছি এই জীবনে নেই মনে কোন লোভ।


চারিদিকে দেখি শুধু হিংসা বিদ্বেষ ও স্বার্থপরতা
মানব মনে নেই প্রেম প্রীতি আছে পরশ্রীকাতরতা।


সবাই আজ স্বার্থবাদী থাকে স্বার্থের আশায়
সুজোগ পেলেই দুর্বল হীনকে কেবলই ফাঁসায়।


সেবাই নাকি ধর্ম কেউ তা করে না গণ্য
সবাই থাকে ভোগ বিলাসে নারী হয় পণ্য।