মন আমায় ব্যথা দিয়ে
কোথা গেল পাখি?
তার আশায় রাতদিন
ভিজে শুধু আঁখি।


প্রিয় পাখি অভিমানে
বসে দূর ডালে,
আজে বাজে নানা পাখি
ডাকে কু সকালে।


আশায় আশায় বুক বাঁধি
পাখি কবে ফেরে,
ব্যথা ভরা মন নিয়ে  
বসে আছি নীড়ে।


ও পাখি  আয় ত্বরা
মনের কথা কই,
পান খেয়ে লাল ঠুটে
পাতাই মোরা সই।  


একদিন হল তাই
পাখি এল ফিরে,
সব কিছু ভুলে গিয়ে
সুখ তাকে ঘিরে।

পাখি আমার ফিরে এল
ডানা ভেঙে তবে,
কত্ত ভালবাসি তারে
রাখিনি কোনো অভাবে।


পাখি আমার অভিমানে
কাঁদে অনর্গল,
ভালবেসে বলে যেন
তুইই মনের বল।


দুটি পাখি পাশাপাশি
কিচির মিচির ডাকে,
ভালবেসে আজীবন
এক সাথে থাকে।