অতি প্রত্যুষে নীল আকাশে
দেখলাম রঙের খেলা,
মহান ঈশ্বর রঙ ঢেলে
আকাশ করেছেন উতলা।


কি অদ্ভুত তার কর্মকাণ্ড
প্রতিদিন দেখে শিখি
তিনি আমার মহান মাস্টার
দেই কি করে ফাঁকি।


সকালটা সাজান কোমলতা
ঢেলে বিকালটা মনোরম,
কখনো দুপুর বৃষ্টি ভেজা
কখনো সরগরম।


সৃষ্টি দেখে আমি ভাবি
তাঁর কতনা রূপ,
পৃথিবীটা এত সুন্দর
স্বর্গ হয়তো অরূপ।


হে সৃষ্টির শ্রেষ্ঠ জীব
করো তার গুণগান,
তিনি মহান পরিকল্পনাকারী
তিনিই তো মহিয়ান।