তোমার জন্য
জে.আর. এ্যাগ্নেস



তোমার জন্য
জে.আর. এ্যাগ্নেস


যদি তোমার
দু চোখ জুড়ে
আমার ছবি আঁকা,
যদি তোমার
হৃদয় খানা
আমায় ছাড়া খাঁ খাঁ?


যদি তুমি
বকুল কুড়াও,
আঁচল ভরাও
আমার রূপের মোহেই?
যদি তুমি
সাত সকালে
কমল তুলে
আমার তরে সাজাও?


হয়তো তুমি প্রবাল তোল
সাগর তলে পথটা ভুল?
আমার লাগি মনটা পুড়াও
একলা পথে হোঁচট খেয়ে
নিঃসঙ্গ ঐ অন্তঃপুরে কবর খুঁড়ে
কষ্ট গুলো বুকের মাঝে জড়াও।


ভাবছ তবে কেমন করে
আমার বিকেল
আকাশ বাতাস
মধ্য দুপুর রাত্রি নিশি
তোমায় ছাড়া হতাশ?


ভেবো না আমি নীরব বাতাস
নিজের মনে, সবুজ বনে একলা ঘুরে কাটাই।
আমারও আছে আপন ভুবন, সুখের স্বপন
বিশাল জগৎ একটা ঘুড়ি, একটা বড় লাটাই।