পড়ন্ত বিকেল সোনা মাখা রোদ্দুর।
মিষ্টি মাখা ভাপা পিঠার স্বাদ যেমন
রসালো শীতের আমেজ বুঝিয়ে দেয়
তেমনি তোমাযর অনাকাঙ্ক্ষিত স্বপ্ন
দর্শন হৃদয় পুরে ঝড় তোলে।


কেন এমন কুয়াশা ভেজা ভোরে তুমি আসো? তোমার আবছা অবয়ব আকাঙ্ক্ষা বাড়ায়। তীব্র আলোর প্রত্যাশা করে। ইচ্ছে করে ছুঁয়ে দেখি তোমায়। যে তুমি ছিলে সেই আছো হয়তো
থাকবে অনন্তকাল আমার হৃদয় পুরে এভাবেই।


আজো একবার কুয়াশার ভিড়ে ঘুমন্ত
চোখের কোলে তোমার আকুতি ভরা
ভাবনা মেশানো এক পলক চাহনি আকাঙ্ক্ষা জাগিয়েছিল তোমাকে ছুঁয়ে দেখবার।


ইচ্ছে করেছিল আমার বাঁধ ভাঙ্গা জোয়ারের
জল একটি বার তোমাকেও ছুঁয়ে যাক।