২৫শে মার্চ কালো রাত্রি গণ হত্যাযজ্ঞ। ২৬শে মার্চ ১৯৭১ সাল স্বাধীনতার ঘোষণা আর তারপর পরই শুরু হয়ে যায় ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ। কবি মন এই ৯ মাসে ঘটে যাওয়া সময় হৃদয় দিয়ে উপলব্দি করেন।


         ক্ষুধার্ত অনাহারী বুভুক্ষু মানুষেরা
         ক্লান্ত অবসন্ন দেহ
         নিস্তেজ হয়ে পড়ে
         থাকে অবহেলায়।


        দূর্ভিক্ষ জীর্ণ শীর্ণ মানবেতর জীবন
        ক্ষুধার্ত শকুনের মনে বিজয় কেতন।


        শত শত গণকবর
        লাসের উপর লাস
        উলঙ্গ খুলির বিচিত্র বিন্যাস।


        রক্তের বন্যা সবুজের ক্ষেতে ধান
        লাল রক্ত রঙ্গের অথৈই প্লাবন।


         যুদ্ধ যুদ্ধ খেলা
         নেই ভালবাসা আছে শুধু
         হিংসা বিদ্বেষ আর অবহেলা।


         কুুকুরের আনাগোনা,
         নালা নর্দমা যেখানে
         মৃত মানুষের পঁচা দুর্গন্ধ
         চেহারা যায় না চেনা।


          প্রিয়জন হারানোর
          রিক্ত বেদনার
          দ্রোহে বার বার ছারখার।
      
তারপর অবশেষে
আসে বিজয়/স্বাধীনতা..
          যখন গোটা জাতি দেখে  
          নতুন দিগন্তে সূর্যোদয়।
          জাগে নতুন স্বপ্ন রাশি রাশি।


মুক্ত বিহঙ্গের মত ছুটে চলা
শান্তি আনন্দ আর আশা নিয়ে কথা বলা।



কবির নিজের ভাবনায় কবিতাটি কিছুটা পরিবর্তন করতে হল।