তোমার কাছে চাইনি
তো এমন কিছু...
তবুও মুখ ফিরিয়ে নিলে আজ?


একি! সেই তুমি?
এমন তো কখনো ছিলেনা তুমি?


কত্তো সোহাগ ছিল তোমার
ঐ গোপন দিলে (হৃদয়ে)
আমারই লাগি রাত দিন এক
করে বসে থাকতে দীঘির ধারে
শীতল পানিতে পা ডুবিয়ে।
ভরা পূর্ণিমায় বাঁশের বাঁশিতে
চমকে দিতে তুমি
আমার সুপ্ত মন।


চঞ্চলা হরিনীর মতো ছুটে
যেতাম তোমার পানে
একটি বার দেখব বলে।
সহাস্য চোখে তাকিয়ে
থাকতাম তোমারই দিকে।
মৃদুল বাতাসে উড়ন্ত চুল ছুইয়ে
দিতে আপন মনে।


তোমার ঐ নিষ্পলক দৃষ্টি
মেলে রাতদিন করতে একাকার।
ঝির ঝির বৃষ্টি জলে যখন
কানায় কানায় পূর্ণ দীঘি
ঐ বর্ষা মৌসুমে তখনও তুমি
প্রেমে ছিলে টইটম্বুর।


কাজল আঁখি মুছে যাবে বলে
কচুপাতার মাতাল পরিয়ে দিতে  
আমার ঝাঁকরা মাথায়।  


আমি আছি তোমার অপেক্ষায়....


চলবে