এইতো সেদিন ছিল তোর জন্মদিন;
কত যত্নে আগলে রেখেছি মনে সেই তারিখটা!


একটা একটা করে পূর্ণ হল ৩৬৪ দিন
তারপর সেই প্রত্যাশিত সময়..


সময় বড় অভাগা,
       সেই দিনটাই হল খুনসুটি
       মনটা হল ভেঙ্গে কুটি কুটি?


কি আর পেলাম বল কিছু বেদনা..
অভিমানে সামনে এসে জড়িয়ে ধরে বলতে পারিনি শুভ জন্মদিন।


সেল ফোনটাই ছিল ভরসা;
বেদনায় নীল মেশানো কিছু শব্দ জুড়ে কৃত্রিমতার স্থলে
বলে গেলাম Happy birthday to you dear..


তুই বড় বোকা!!!
কথায় আছে সময়ের এক ফোঁড় অসময়ে দশ


সেই দিনটি আর পাবো না থাকবে বিরহে কাটবে কল্পনায়।
হয়তো আবার আসবে ভিন্ন ভাবে ২০১৯,২০২০... সাল
তখনও কি থাকব আমি সেই সুখ নিয়ে সাথে কিছু অভিমান?


যদি সুনামী আমায় ভাসিয়ে নিয়ে ফেলে অন্য কোন তীরে
দুমড়ানো মোচড়ানো গলিত কোন লাশ শত জনতার ভীড়ে..


আমি ভাবি;
সময়ের সাথে ভাগ্য দোলে


জীবনের সাথে জীবন,
আজ এখানে কাল হয়তো অন্য ক্ষণ।


বড় বেশি ভালোবাসি তোরে
আর তাই তো বিরহ কুড়াই পুড়ি অনলে..


তোর প্রতিটা কথা আমার
হৃদয় করে ক্ষত বিক্ষত, আমি নিজর্নে শ্রাবণ ঝরাই মনে।
ঝর্ণার মত তর তর করে জল ঝরে পরে শুকনো মৃত্তিকায়।
শুকনো তপ্তময় মরুভূমি মনে জলস্রোতের প্লাবন ঢল নামে।।