সাদা মেঘ উড়বে যখন
তোমার নীল আকাশে,
মনে রেখো আমিও আছি
মেঘে মিশে সহাস্যে।


দক্ষিণা বাতাস বইবে যখন
তোমার সবুজ বনে,
শীতল হাওয়ায় ভরবে হৃদয়
রেখো আমায় মনে।


সু প্রভাতে সবুজ ঘাসে
দেখবে শিশির কনা,
আমার স্নেহ রইল সেথায়
মুগ্ধ হাসি মনা।


কোকিল যখন মধুর সুরে
গাইবে মনের গান,
আমায় ভেবে গানটি শোনো
জুড়াইও তোমার প্রাণ।


আসছে শরৎ সবুজ বনে
ফুটবে যখন কাশ,
আমি তখন আপন মনে
করব প্রেমের চাষ।


শীতের রাতে নকঁশী কাঁথা
জড়াব তোমার গাঁয়,
ঘুম পারাব স্বপ্ন এঁকে
যেমনটা তোমার চাই।


কবি আমি কল্প কথায়
কেবলই খাতা ভরি,
যেথায় থাক মনে রেখো
তোমায় আমিই স্মরি।