গভীর রাত,স্বপ্নের মায়াজালে
আটকে গেছি আমি
রাতের আধার মাঝে
জ্যোৎস্না হেসে ওঠে।
হাজার নক্ষত্র,
টিপ টিপ করে জ্বলতে থাকে
জোনাকি পোকার মত।


স্বপ্নেরা ডানা মেলে
চুপ কথারা আসে চুপি সারে
কুহুক ডাকে অতি সন্তপর্ণে,
আর আমি ডাকি তোমায়
তিমির রাতের স্বপ্ন ভেঙ্গে
মেঘে ঢাকা প্লাবনে
জ্যোৎস্না দেখাব বলে।