জীবন?
তা তো একটা অভিমান...
চোখে জল লুকিয়ে হাসির অভিনয়।

তাকে হারিয়ে ফেলার পরও
প্রতিদিন তার কথা ভাবা,
যাকে ভুলতে চাও—
ঠিক সেই মানুষটাই মনে পড়া।

জীবন মানে প্রতীক্ষা...
যে আসবে না,
তার পথ চেয়ে চেয়ে দিনের পর দিন কেটে যাওয়া।

জীবন মানে চিঠি,
যা পাঠানো হয়নি কখনো,
তবু প্রতিটি শব্দে ছিল আত্মার আর্তনাদ।

জীবন মানে—
রাতের শেষ কাঁধে মাথা রেখে
চুপচাপ ভাঙা গল্প বলা,
আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া।

জীবন মানে সব পেয়েও
"একজন" না পাওয়ার অভিশাপ...
একা থাকলেও হাজার মানুষের ভিড়ে
"তার" খোঁজে হারিয়ে যাওয়া।