এবার বৈশাখ এলো নবরূপে সাজে
পান্তা ইলিশ খাই অতীত কে ঘিরে
বাঙালির ঐতিহ্য এটা,,ভালোবাসার বন্ধন
বাংলার রূপে সবাই হেসে খেলে থাকে।
ছায়া ঘেরা মায়া ভরা কেউ হয় না ক্রন্দন
চৈত্রের শেষে দেখা মিলে বৈশাখের ভোর
গায়ের বঁধু রা মেতে উঠে বর্ষ মেলায়
হালখাতা নিয়ে ব্যস্ত থাকে বনি করা
বাঙালির অনুভূতি, বাঙালির প্রেরণা
এই বৈশাখে ধুয়ে যাক যত বেদনা
রমণীর খোঁপায় দেখা যায় কত কৃষ্ণ চূড়া ফুল
নানান সাজে সজ্জিত হয় ভুলে জাত গোত্র কুল
গোধূলির লগ্নে বৈশাখের ছোঁয়ায় ধন্য হয় এই বাংলা।
গাঁয়ের মাঠে ঘোড়ার দৌড় সাথে কত মাটির খেলনা
হে বৈশাখ তুমি ফিরে এসো বার বার
বাংলার আবেগ বাংলার উচ্ছ্বাস তোমাকে নিয়ে
তুমি বাংলা তুমি বাংলার রূপকথা।