বাংলার মাটি, সোনার চেয়েও খাঁটি
কি করে বোঝাবো আমি বাংলা রে কত ভালোবাসি।
রাখি আমি হৃদয়  মাঝে,দেখি নয়ন জুড়ে;
মায়ের ভাষায় কথা বলি বাংলাকে ভালোবেসে।


বাংলা ভাষা পাওয়ার জন্য কত প্রাণ গেছে
রক্তের বিনিময় এই বাংলা রে ধরে রেখেছে
বাংলা আমার মায়ের ভূমি এই বাংলা যেন না"ভুলি
কত মায়ের সন্তানের বুকে চালিয়েছে গুলি


আমরা আছি মহা সুখে করিনি গুলি ধরিনি অস্ত্র
নয় মাস সাধন করে হয়েছে তা সিদ্ধ ;
রক্ত কি তা দেখিনি কানে শুনেছি বইয়ে পড়েছি
দেখতে পারিনি তাতে কি হয়েছে বাংলা আমারই আছে।।


বাংলা আমার তোমার, বাংলা এখন সবার
বয়স আমার অল্প তাই আমি বেশি পড়ি গল্প
গল্পের মাঝে ডুবে থাকা এই বাংলাকে চির চেনা হবে যে তার!
তাই আমি ইতিহাসের পাতা পড়তে চাই বার বার।


শত্রু পক্ষ করেছে হামলা, করেছে মামলা কিন্তু কাজ হয়নি;
বাংলার বীর সৈনিক, ট্রেনিং দিয়েছে দৈনিক হয়েছে সাহসী
বিপক্ষ মাঠে এসে হয়েছে ব্যাকা, খেয়েছে ছ্যাকা! গিয়েছে পিছু!
মুক্তিযুদ্ধের কাছে হার মেনেছে, করেছে মাথা নিচু আমরা হয়েছি সেরা।