বৃষ্টি এলেই মনে পড়ে যায় তোমার কথা।
কত দিন কত রাত কেটেছে দুজনের
শূন্য শূন্য লাগে তুমি না থাকিতে
বৃষ্টির মাঝে হেঁটেছি দুজনে ওই দূর পথ ধরে।
কত সময় কেটেছে কত কথা হয়েছে বৃষ্টির পন্থে
চোখ ছলছল বুক ধর ফর করি হাহাকার
চেয়ে থাকি দূরে কল্পনার বেশে যদি পাই দেখা
চৈতন্য মন বসে সারাক্ষণ ভাবে শুধু একা একা
নিস্তব্ধ মায়ায় ফিরে পাবো কি তোমায় তা জানি না।
বৃষ্টির ভিড়ে একা একা লাগে স্মৃতির বিড়ম্বনা
এই খোলা আকাশের নিচে শূন্যতা ঘেঁষে মেঘ যে দেয় পাহারা আমায়
ঘন কালো মেঘ বাতাসের তীব্র বেগ ছড়িয়ে যাচ্ছে বৃষ্টি।
নির্মম পথে ছুটে চলি নীরবে নিভৃতে নাই দৃষ্টি
আধার কালো রাত ঝলমলে আকাশ জ্যোৎস্না হীন
চাদর ভিজে হয়েছে একাকার চুল থেকে পড়ছে পানি।
চোখের কোনে মেঘ জমেছে তোমার কথা কি হবে ভেবে
অশ্রু ভেজা চোখ বৃষ্টির মতো হোক শুকিয়ে যাক যত বেদনা।