কিষ্ণা কন্ঠে বলেছিলাম তোমাকে
যেওনা কোথাও আমাকে ছেড়ে
কিন্তু ঠিকই চলে গেলে একা রেখে
অশুভ মুখ টি ঢেকে রেখে ভালোর মুখোশ
পড়েছিল তোমাকে কেড়ে নিয়ে যাবে বলে
তুমি কখনো তার রূপ-রে" খাটা বুঝো" নি
আর একবার ভেবে ও দেখোনি সে কে
এখন কান্নার জোয়ার বয়ে চলেছো
যে চোখেতে প্রদীপের আলো লেগেছিল
সেই চোখ এখন অশ্রু ঝরায় পরিণত হলো
নিশীথে কাব্য লিখতাম ওই চোখ দুটি দেখে
কালো আবার নে ঘিরে রেখেছে অন্যের পরবাসে