নিদ্রাবিহীন গগন তলে সৃতি খানা ভেসে আসে।
তখন সুখের আবার "ন" টুকু ও খুঁজে পাই না
সে পালিয়ে যায় নির্জন কোন এলাকায়।
আমাকে সে জানিয়ে দিতে চায়,সে অস্থায়ী
তখন আমার বোকা মন কিছুই বুঝে না,আর বুঝার চেষ্টাও করে না।
মনে হয় বিশাল আকৃতির এক ছায়া তলে বসে আছি ;
ঘুমহীন চোখ কাঁপতে থাকে,তার পরে-ও কোনো লাভ হয় না।
জীবনের স্মৃতির স্তম্ভে মিশে আছে আকালে র যত কথা!
তাই চোখের সামনে থেকে সরিয়ে ফেলা খুবই যন্ত্রণা দায়ক।
এভাবে ধুঁকে ধুঁকে মরছি প্রতিদিন সত্তা বালক :
কি অদ্ভুত ধরা সুপ্ত থাকে বিজলী ত মায়া
এ বুকের যত ক্ষত বেদনা পুষে রেখেছি আমি
জলের স্রোতের মতো নিরধীদায় বয়ে চলি;
হারবারিয়ার লবণাক্ত জল মিশে গেছে এই দেহে;
মিশ্র দ্যুলোকে কত দিন আর এ ভাবে থাকবো
বিষন্নতার পাহাড় গড়ে উঠেছে এই মনে।