চার দেয়ালে বন্দী আমি কাটে না সময়
দিন রাত্রি একই লাগে সুপ্ত সবাই
ক্ষিপ্ত হয়ে রেখে দিতে চায় গৃহ বন্দী!
খন্ডনার্থে না যেতে পারি সেই ভীবিত মনে
চেতনার বেশে বসে থাকি নিস্তব্ধ কর্মে;
সময়কে উপলব্ধি করি পরের স্বার্থে
নির্জন কালো মায়ায় ঘিরে রেখেছে আমাকে!
জাগ্রত মন চেয়ে থাকে সারাক্ষণ দূর পানে
নিঃসঙ্গ রেখে দিয়েছে নির্মমতায় এই একাকি।