কবিতা সাজানোর জন্য লাগানো হয় যে ছন্দ,
কিছু কিছু মানুষ আছে দেখে তারা বলে মন্দ।
আমি বলি কোথায় পাবো,
যদি তোমরা ভাবো আমায় অজ্ঞ।
তোমরা যদি এতোই পারো,
তাহলে বলো কি লিখলে হয় না কোনো দ্বন্দ্ব।
তোমরা যদি নাইবা পারো,
ছোট করে কেন দেখ নবীন কবিদেরকে।
ভুল ছাড়া কোন মানুষ পাবেনা তোমরা কোথাও ;
যতই তুমি চেষ্টা কর সঠিক ভাবে করার,
পারবেনা ভাই কোনো ভাবেই শুদ্ধ করে লেখার।
কবি হলো দেশের গর্ব,কবি হলো সবার"
কবিদেরকে করো না ভাই কোনোদিন অপমান।