শীতের সকালে ঘুম থেকে উঠে যখন যাই খেজুরের রস আনতে।
কলসি ভরতি করে দিয়ে দেয় রসও "লা মুখে থাকে হাজারো হাসি ভরা।
ঘন কুয়াশা পেরিয়ে যখন রসে ভরা কলস নিয়ে আসি বাড়িতে।


মা-বাবা ভাই বোন রস দেখে খুশিতে হয় আত্মহারা
মনের কাছে গাছের রসের কত যে ব্যাকুলতা
পৌষ মাসে শীতের কারণে ছিন্ন হারা মানুষ হয় একখানে।


নতুন ধানের চাল দিয়ে সবাই বাহারি রঙের বানায় পিঠা।
খেয়ে দেয়ে ফুর্তি করে কত যে আপন এক হওয়া
শীতের কাছে সবাই ধরা কত রকমের পোশাক কেনা।


শিশু কিশোর বাচ্চাদের সব শিখে নেয় জানা-অজানা।