আছে আমার নির্মাণ কুটির নাই অধিকার
স্বপ্নের মাঝে চলাফেরা করি আহা কার।
লোকালয় বলে থাকি বাড়ি এটা আমার
কোন স্থানে বাড়ি হবে তা যদি বুঝতাম।
সঙ্গে সঙ্গে করতাম বিশাল বহুল রাজদরবার
মম আমি চেত-চৈতন্য থাকি মমতাময়ী।
মিছা মিছে  অকারণে জীবন করি রঙিন
খানিক বাদে জীবন টা' সাজাবে কল বর।
প্রগাঢ় নয়ন আসিবে যখন ভিজে ভিজে দর্শনার্থ
ক্ষুদ্র জীবনে ম-ম ললাটে কপোল হয়ে কি লাভ।
নয়নে আমার অশ্রু ভেজা চোখে সবার কান্না
সত্যি করে কজন ভিজে অনেকে খোঁজে ধান্দা।
মর্তের মাঝে গর্ত করে সবাই আছি বান্দা
ছুটবো যখন যাবো তখন রাখিবে না" কেউ ধরে।
বিদায় দিয়ে শেষ ঠিকানায় পোঁছাবো মাটি ঘরে
কাঁদবে না" মন চিনবো না ধন বুজবো না কারো ব্যথা।