আসিতাম না"ফিরিয়া যদি যেতাম চলিয়া
সবারি আড়ালে এক অজানা দেশে তে
থাকতাম না" তোমাদের মাঝে হতো না" ভোর
সাঁকো থেকে পরে যখন পেয়েছি ব্যথা।


আমি বুঝি হারিয়েছি এই আমার শেষ কথা
পড়েছিলাম কলেমা বুজেছিলাম চোখ
লোক জড়ো হয়েছে আমাকে দেখার পাল্লা
মরো নে লোক এতো হবে সাথে আমার কে যাবে।


তার ছিলো না"খবর যেতাম চলে একা
কিছুদিন যাবত থাকতো আপন পেতো ব্যথা
ধীরে ধীরে ফুরিয়ে যেতো দুনিয়ার যত মায়া
আমি পড়ে থাকতাম কবরে সবাই বলতো আহারে।


সবাই যেতো ভুলে আমাকে না" পেয়ে
আল্লাহ করেছে ক্ষমা তাই দেখতে পাও আমার খোমা
জপেছি আল্লাহর তায়ালার নাম
তাই রেখে দিয়েছে সে আমার মৃত্যুর মান।