নিমগ্ন বিকেলের মাঝে পাহাড় বেয়ে উঠেছি
চেয়ে দেখি অবলীলায় সময় কানাকানি করে
চাহিত মনে সারা পড়ে রয়েছে উদাস মাতাল
গোলে র ছাও নিতে ঝর ঝর করে শব্দ আসছে।
আজ নিপীড়িত অধিকার প্রতিষ্ঠিত হয়েছে
ঊষার গগনে মর্মান্তিক যন্ত্রণা ভোগ করে
প্রহরের ব্যস্ততায় বিদ্দস্থ হয়ে পড়েছে মন
রাগি নীর বুকে গুলি চালিয়েছে পাহাড় বিকেল।
ক্ষিপ্ত হয়ে বসে রয়েছে আসা পূর্ণ করবে কে
কাটে না সময় এমতাবস্থায় বিদেশী র ঘোর
রুখো তুমি মম শান্তি টুকু ধরো বিকেলের পাড়
ঝঞ্জার রূপে ফিরে এসো তবে নিকেলের ভার।
কষ্ট পরি তুচ্ছ বেদনার আলিশ্য জাগ্রত খন্ড
মোকামে নাই সিদ্ধ ভক্ত চলে আসবে রন্ড
ফিরে চলো এবার সময় বরবাদ করেছি আমরা
পাহাড়ের চুরায় উঠো নি কেউ গল্পের ওজন ভারি।