সমালোচকে র" সাথে বসবাস আমার
শিখি নাই কোনো নিন্দা।
ভালোবাসার নামে এখন সবাই করে ধান্দা!
আপন ভালো সবাই বোঝে পরকে খারাপ বলে
নিতি কাব্য সবাই জানে কজন সেটা মানে ;
সাধুসঙ্গ যৌথ হয়ে বসে থাকে ধ্যানে!
লোক সমাজে দেখায় তারা ভালো কিছু জানে
ধোঁকা বাজির চর্চা ওরা নিত্য দিনই করে;
ভালো রূপের মুখোশ পরে বন্ডামিতে ঘেঁষে!
লোক দেখলেই সালাম দেয় লম্বা হাত তুলে
মিষ্টি মধুর কথা বলে মনের ভিতর ঢুকে!
লাথি মেরে বের হয়ে যায় কষ্ট ওদের দিয়ে
এসব করে লাভ কি আর থাকবা কদিন ভবে;
রঙের খেলায় আছো তুমি শূন্যের উপর থেকে
পরের কথা পরকে বলে কর যে তুমি পাপ!
একবার ভেবে দেখ স্রষ্টার কাছে দিবে কি জবাব?
সমালোচনা করা বন্ধ কর এসব ভালো না
ভালো কিছু কর তুমি যাতে মানুষ তোমাকে ভুলবে  না।