হায়রে নদী!
কত ছিল তোর আমদানি
স্ব যত্নে সাজিয়ে রাখতো তোরে
কত গর্ব কত অহংকার ছিল তোর মনে;
সেই তুই নিস্তব্ধ মায়ায় গেলি আড়াল হয়ে
চারপাশে থেকে আসছে শুধু দুর্গন্ধ:
কালো পানি কালো মায়া নর্দমায় ভরা
মাঝি দের যেমন ছিল সুখ তেমনি ভরা ছিল কষ্টে
নৌকার পাল তুলে ভেসে বেড়া" তো ;
সই আগন্তুক আর নেই
নাই কেনো ভালোবাসা
পরিত্যক্ত হয়ে তোর যত সৃতি কথা।
বাংলার গঙ্গা তুই হইলি বুড়ি!
আজব ছিল তোর নাম,
কোথায় তোর বাড়ি;
হাজারো ব্যথা নিয়ে দিত বুড়ি গঙ্গা পারি
হায়রে বুড়ি গঙ্গা নদী
তোর বুকে আছে এখন ময়লা ভুঁড়ি ভুঁড়ি।