জীবন আমার অনল জুট পুইরা হইছে কয়লা।
কারো সাথে মিশে না" মন কেউ রে যায়না দেখা
মিথ্যা দোষের অপবাদে আমি থাকি একা।
আপন জন ও নেয় না" কাছে দূরে সরে থাকে
হাতাস হয়ে ঘুরি ফিরি নির্জন কোন দারে।
বুকে আমার চাপা কষ্ট পাই না" কোথাও সুখ
ভালোবাসার নামে আমায় সবাই দেয় দুঃখ।
আহ্লাদ মন ছিলো মোর এখন হয়েছে হর্ষ;
দুঃখের নায়ে বয়ে চলা করি কত কষ্ট।
নিজের গায়ে ও থাকার পরে খেয়েছি কত ধোঁকা;
তাই বলে আজ সব ভুলে মুই' পরে আছি ঢাকা।
কারো কাছে যেতে পারি না" দেখতে চায় না' মুখ:
নানান রকম মিথ্যে অভিযোগে ভরে গেছে বুক।
পরের কাছে ভালো আমি নিজের কাছে খারাপ!
কিছু বলে লাভ নাই আর এটা ওদের স্বভাব :
নিজের ভালো নিজে বুঝি না" পর কে' বলি ভালো!
রীতি নীতি কাল চার এখন সবাই সেটা মানো;
আমার জীবন এমনি নষ্ট পরকে কেনো টানো!
জীবন গুহায় বন্দী সবাই তোমরা সেটা জানো।
এখন যদি পারো কেউ আময় উদ্ধার করো!
ভাগ্য আমার পুরা কয়লা এটা একটু মিথ্যা নয়;
ভালোবাসা দিয়ে আমি করবো একদিন তীর্থ জয়।