রঙের পাহাড় দেখতে গিয়েছিলাম।
দেখতে পারি নাই
হঠাৎ বৃষ্টি এসে ধুয়ে দিলো সব রং
কাচের টুকরোর মতো হয়ে গেছে এই মন।
হাজারো মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছি
বর্ষার জলে স্নান করে মন মেটে "নি।
স্নিগ্ধ বিকেল আমার কাছে লাগে মরুভূমির মতো।
ছায়া ঘেরা শহরের দিকে তাকিয়ে হাহাকার করছি
তপ্ত রোদ আমার জন্য উপযুক্ত হয়ে গেছে
অনল দেখতে দেখতে শিখায় পরিণত হয়েছি।
তাই ঝিলমিল পাহাড় দেখতে চেয়েছি
এগুলো থেকে সরে আসতে
পুষ্প কানন আমায় ছুঁতে চেয়েছিলো
সেটাও আর হয়নি।
বৃষ্টির জলস্রতে আমাকে ভাসিয়ে নিয়ে গেছে।
বন্যার্তর মতো হয়ে যাচ্ছি মনে হয়
শ্রবণে অজর ধারায় ভেলা ছাড়া ঘুরছি
এই অভিশপ্ত বৃষ্টি আমাকে করছে পাপিষ্ঠ
আমার আর দেখা হলো না
রঙের পাহাড়।
রঙের পাহাড় কি সেটাও জানি না
জানার আগ্রহ ছিল খুব।
তবে দেখবো একদিন
দুঃখ হারিয়ে সুখ খুঁজে পাবো তখন।