তোমার রূপে বড়োই মুগ্ধ
হয়েছি তো এক দেখায়
এবার ধন্য হবে বলে
বসন্তের ফুল তার ছোঁয়ায়
ধন্য মেড়া আপন কুল
পেয়েছি গো মোরা তোমায়
রূপ সাগরে ডুব দিয়েছি
হঠাৎ বৃষ্টির মেলায়
তাইতো গগন ফিরে আসে
রূপ নাহি খুঁজে পায়
হলদে শাড়ির আঁচলে তোমায়
হয়ে যাই আমি আবেগী ময়
চুড়ির শব্দে কানন ভাসে
মন বিহঙ্গের আলপনায়
দৌড় ছুটে সব পালিয়ে বেড়ায়
মুক্ত আকাশ তিহানায়
নূপুরের তালে টিয়া নাচে
মিষ্টি মধুর যন্ত্রণায়
অল্প কথায় পাড় হয়েছি
অনেকটা দূরে কল্পনায়