বিকেল বেলা বিলের কাছে যেতাম বেড়াতে
মনে হয় আছি আমি চাঁদের দেশে তে...


বন্ধুরা সব মিলে করতাম কি যে আনন্দ
কেউ আবার ঘুরতে এসে থাকতো নিজের মতো...


চুপিসারে বলতো আবার আয়না কাছে তে
কাটবে বেলা আমাদের খুবই আনন্দে...


চল না" এবার ঘুরে বেড়াই সবার আড়ালে
আমি যদি জানতাম যাদু যাদু দিয়ে আনতাম মধু...


আমরা বসে খেতাম দুজনে
বলতাম আমরা কত কথা সবার নিরলে...


এভাবে ঘুরতে যেতাম বিকেল বেলাতে
সন্ধ্যা বেলা যেতাম ফিরে যে যার বাড়িতে...