এই পৃথিবীতে সবাই খোঁজে স্বার্থ
ভাগা ভাগি করে নেয় কার কত লাগবে অর্থ
কেউ থাকে দোটানায় আবার কেউ পরচর্চায়।


পাড় হবার সময় নাও ডুবে যায় বাঁচা মরা নিয়ে লড়ে
অনেকে আবার করি খোঁজে কে বা গেছে মরে
যার কাটে তার ঝাঁঝে থাকতে পারে না কেউ।


লোভ যে তাহারে সুখে রাখে না চেষ্টা অনেক করে
দুঃখ নিয়ে ঘরে ফিরে সব কেড়ে নেয় পরে
কর্মের দোষে নিজে পচে অপবাদ দেয় মানুষ খুঁজে।


নিত্য হারা আপন বিলায় অপরাধ তো নেই কাহার ও
সুখ সুখ বলে তারা নগদে করে শান্তি লাভ
মনুষ্য জাতি হয়ে মনুষ্যত্ব করে নষ্ট দিয়ে ধোঁকাবাজ।


এরা তো মানুষ নয় মানুষ রুপি দুর্বৃত্ত ব্যক্তি
নিজে যদি থাকে ক্ষমতাধীন মর্ত্যকে করে অর্থহীন
নিজে যা-ই করে সবই হয় পাপাচার।


অন্যকে আবার উপদেশ দেয় সমালোচনা বন্ধ কর
কথা বলতে সবাই পারে জ্ঞান দিতে কে কে জানে
সমাজ টারে মাথায় করে নাচায় তারা নিজের করে
এভাবে আর চলবে যত সমাজ নষ্ট হবে তত।