কংক্রিট প্রস্তর ভেদী উদ্ভিদ- পত্রে রক্তিম আভা,
যৌবন মন্ত্রে অদৃশ্য শিকর করে বিস্তার।
হাতে মশাল বুকে রক্তের দাগ;
কাঠাল চাঁপা বিভোল ভ্রমর নয়-
বসন্ত বিদ্রোহ উজার
সবুজ আবাস ভূমি রচনা-
নেশায় রাজ পথের সঙ্গী॥