আমার শব্দের শহর এখন নৈ:শব্দের বাতিঘর
পিঁপড়ার মতোন সাইলেন্সার ছাড়া......
এমনি আগন্তুক দিন এসেছে কয়েক শতাব্দী পর
সবাই নিচু মাথায় আরতি দেয় কেবল নিজের
উপর.......!


কেউ ঘুমের ঘোরে গড়ে তোলে বহুতল পাহাড়
আর কেউ ত্রস্ত পদে খুঁজে ফিরে ক্ষুধার আহার!


আর কেউ কেউ নতমুখে জীবন থেকে ছুটি চায়
যে ছুটি চায় সে পায় না, আর যে চায় না সে পায়!


তবু জীবন্ত লাশের উটকো গন্ধে কাটে সারাবেলা
মধুমতির মতো সমস্ত জীবন চলে ভাংচির খেলা!!