সব সময় রাত্রির কাছে দাঁড়িয়ে থাকি
সে আমায় আলোর সন্ধান দেয় না
আমি তো জানি ভোর ফুটলেই যে আসবে
সে আলো নয়----!


তার ছোঁয়ায় কেবল ঘুম ভেঙে জেগে উঠি
শরীর থেকে শরীর আলাদা হয়
পান থেকে খসে পড়া চুনের মতো
সারাদিন ধরি গেরস্থালি চলে----
কেউ কেউ তারে আলেয়া আলেয়া বলে!  


আমিও আলেয়াকে ছুঁতে চাই
ছুঁতে পারি না
কেউ কেউ বালিয়াড়ির কথা বলে
বলে মুক্তি নাই, তোমার মুক্তি নাই!!