কিছুদিন হয় আমার শরীরের সাথে জ্বরের শরীর লেপ্টে থাকে
আমি কিছু বলি না
প্রকৃত ভালোবাসার ভাষারূপ বুঝিবা এমনি শৈল্পিক হয়
বৃক্ষদের কাঁদিয়ে যেভাবে ঝরাপাতা মর্মরিত হয় সেভাবে!


তবুও বসন্তের নামে আবার নতুন পাতার প্রাসাদ গড়ে
ফাগুন হাওয়ায় প্রাণের 'পর প্রাণ আসে ফিরে ফিরে
তবুও আমি ভাষার বিলক্ষণ ভাষারুপের কথা ভাবি
আমার শরীরের মতো নতুন প্রজন্মের শরীরে লেপ্টে থাকা
ভৌতিক জ্বরের কথা ভাবি!


যারা বই-কে শত্রু মনে করে, কবিতাকে, চাঁদকে শত্রু মনে করে
আমি তাদের শরীরে লেপ্টে থাকা জ্বরের কথা ভাবি!!