তুমি বলেছিলে সব শেষ আর কিচ্ছু বাকি নেই
আমি তোমার কথা উপেক্ষা করেছিলাম সেদিন।
কোনো কিছুর শেষ মানেই সব কিছুর সমাপ্তি?
যদি প্রেমের কথা বলো সব শেষ মানে সূচনা!
মহা জগতে কিন্তু কোনো কিছু-ই শেষ হয় না
সে কেবল আমাদের চোখের দেখা, সব অনিত্য।
আমার কাঁঠাল গাছ টিকে-ই দেখো জীবনানন্দ
নাকি প্রতিদিন তাঁর গোঁড়ায় বসে কবিতা লেখে!
জীবনানন্দের উপমার মতো প্রকৃতি বহমান
দেখতে পাই না তাকে অথচ সে আমাদেরই মাঝে!
কোনো কিছু শেষ মানেই সমাপ্তি নয় কখনো না
জল বাষ্প হয়ে গেলেও থেকে যায় নদীর গভীরতা।
যদিও তোমার শেষের উৎসবে মেতেছিলে ঠিক-ই
তবু জানতে শেষ মানেই নয় সবের সমাপ্তি!
তোমার শেষের দেহে থেকে গিয়েছিলো অসমাপ্ত
অনেক কিছু, যা চিরকাল নশ্বর হয়ে থাকবে।
তবু তুমি কি দেখতে পাবে যা আছে ও যা থাকবে?
পার্থিব দৃষ্টি সব নয় এ দৃষ্টিতে তো ঈশ্বরও অদৃশ্য!
তুমি কেবল এতোটুকো-ই জেনে রেখো প্রিয়; প্রেম
তোমার 'শেষ' নামক শব্দের দেহে অমর হবে।
সমাপ্তি নামক মরীচিকায় ভুলো না ভালোবাসা,
শেষ বলতে কিছু-ই নেই প্রেম তো কখনো-ই না!