সভ্যতা আজ তাঁর জঘন্য ভঙ্গিমায় নেমেছে রাজপথে
সমস্ত প্রকৃতি কাঁপছে মিছিলের আর বুলেটের বর্ষণে।


একটি ফুল ফুটতে চেয়েছিলো উত্তাল রাজপথের পাশে
কিন্তু পারেনি ফুটতে তথাকথিত এ সভ্যতার পায়ে পিষে
গর্ভে ভ্রুণ সমেত ঘৃণায় মরে গিয়েছিলো 'মা' ফুল গাছটি
সভ্যতার বর্বরতায়  সহসা হলো তার জীবনের ইতি।


মিছিলের হুংকারে,এলোপাতাড়ি বুলেট-বোমের ধ্বনিতে
সভ্যতা নামক নরকের উন্মাদ মানুষেরা যেন উল্লাসে
মেতেছিলো তাদেরই আপনার স্বজাতির বিরুদ্ধে বিদ্রোহে
কুৎসিত অভিশপ্ত বিদ্রোহের ধ্বনি পুরো শহরে ছড়িয়ে!


ওপারে গিয়ে ভ্রুণটি ধরণী কেমন তা জানতে চেয়েছিলো
মা গাছটি সভ্যতার নিষ্ঠুর স্মৃতিতে নির্বাক হয়ে গিয়েছিলো,
নিশ্চুপ হতভাগী মা কিভাবে বলবে ধরণীর বিশ্রী সত্যতা?
মহাবিশ্বের সব অসহায়ত্ব চোখে নিয়ে চেয়ে রইলো মা।


বুকের ভেতর অনন্ত বেদনা নিয়ে অভিশাপ দিয়েছিলো
মা গাছটি, "তোদের এই বিচ্ছিরি সভ্যতা আমি চিবিয়ে খাবো!"