খুব মন দিয়ে শুনলে বোঝা যায়
বৃষ্টিও কথা বলে,
তাঁরা বলে ' ধুয়ে দাও,ধুয়ে দাও '


যত দুঃখ আছে মনে,
যত কষ্ট জমছে গোপনে,
যত ব্যাথা বাড়ছে প্রতিক্ষণে,
সব ' ধুয়ে দাও, ধুয়ে দাও'


আমাদের বোকা মন সুখ চায়,
আবার দুঃখ গুলো  জমিয়ে রাখে।


তাই আর ভেজা হয় না
আর ভিজলেও ধোয়া হয় না,
সে সব দুঃখ, কষ্ট , ব্যাথা ।


আমরা তাঁদের জমিয়ে রাখি
জমিয়ে রাখি নুশুতি রাতের জন্য,
জমিয়ে রাখি নিজের জন্য
নিজের একাকীত্বের জন্য।


তবুও প্রতি বর্ষায় বৃষ্টি করুণ সুরে বলে
' ধুয়ে দাও, ধুয়ে দাও '