কাল যে মানুষ তোমার ছিল
আজ সে তোমার না।
অথচ সেই মানুষটাকে আশ্রয় করে
কত আশা,কত আকাঙ্ক্ষা, কত ভয়,
কত ভাবনাই-না ছিল!
আজ তা কোথায় গেল? এক নিমিষে
কোথায় অন্তর্হিত হলো সে প্রেম?
মন, তুমি খুব অবুঝ
তুমি শিশু, তুমি আলোর ওপারে বাস করো
তাই তো তুমি ছলনার মোহে ডুবে ছিলে
ডুবে আছ তোমার হতাশার সাগরে।
সময় এসেছে মন,
চোখ মেলে আলো দেখ।