তোমার দেহে যে আবহমান রূপের সম্মেলন
তার প্রতিটি ভাঁজেই আমি খুঁজে পাই ইবাদতের ভাষা
আমি যে তোমায় এত ডাকি এত যে জপি তোমার নাম
লোকে তার প্রতিবাদ করেছিলো
অথচ তারা জানে না—
ও দেহের ভাষা জানলে যেকোন কাফেরও মত্ত হবে কঠোর উপাসনায়
মুশরিকেরা সব বসে যাবে অনির্দিষ্টকালের ইতেকাফে
তুমি বরং তোমার হৃদয়ের সাথে একটা কান জুড়ে দাও
অথবা কানের সাথে একটা হৃদয়
তাহলেই শুনতে পাবে-
কতটা মর্মস্পর্শী আমার এই একাগ্রতার আজান।