পৃথিবী ঘুমিয়ে গেলে  খুলে বসি প্রাক্তন দিনরাতের পাণ্ডুলিপি
নৈশব্দের কণ্ঠে শুনি ক্ষণে ক্ষণে দিক পাল্টিয়ে এগিয়ে যাওয়া সময়কাব্যের আবৃত্তি-
'তুমি কি ফানুস দেখেছো, হে শ্রোতা
তুমি কি ঘাতক দেখেছো...


পৃথিবী ঘুমিয়ে গেলে হইরই করে আমার তিনচারটে আমি' জেগে ওঠে-


প্রলাপ
১৬.১০.২০, মধ্যরাত