বৃদ্ধবাবা একেলা একা টেনে টেনে নিয়ে যাচ্ছেন পাঁচ-ছয় মাথার সংসার
ছেলেরা জিন্স-ক্যাডস পরে দৌড়ুচ্ছে ইশকুল- কলেজে
       ইন্টার্ভিউ অফিসে
দৃশ্যগুলো দেখতে দেখতে আর ভাল্লাগেনা, অতন্দ্রিতা
তাই শহর ছেড়েছি


এখানে শ্রম ও বুদ্ধি বিনিয়োগ করে চাষ করছি   'ধান ও সবজি'
খড়েরআগুন আর মিঠে রোদ্দুরে পোড়াচ্ছি
    'বেকারত্ব ও ক্লান্তি'


আমি ভালো আছি অতন্দ্রিতা, ভরা ধানক্ষেত, কাকতাড়ুয়া  
সরিষার হলুদ, পুঁইশাকের সবুজের সাথে বেশ ভালো আছি।