আমি কবি হতে চাইনা,
চাইনা কারো কাছে কবিত্বের স্বীকৃতি।
আমি মূর্খ,
আমি অজ্ঞ!
জানা নেই কবিতা লেখার রীতিনীতি।
আমি শুধু ছন্দে কথায় প্রকাশ্যে
স্বীয়অনুভূতি প্রকাশ করতে চাই।
সেথাও কতো বাধা কতো বিপত্তি!
রীতিনীতি বিনা কি লিখা যায় কবিতা?
উত্তর খুঁজে পাইনা;
তাই কলমে নেমে আসে স্থবিরতা।
কিন্তু আমি তো কবি হতে চাই না;
স্ব-স্বীকৃত মানুষ হতে চাই।
মানুষ হতে আবশ্যকতা নেই রীতিনীতি মেনে চলার,
প্রয়োজন নেই টাকার বিনিময়ে গাদাগাদা সার্টিফিকেট কেনার।
-প্রয়োজন শুধু মানবতাবোধ,
শিষ্টাচার সমৃদ্ধ সুন্দর মনের।  
তাই অবিরত লিখে যাই.......


রচন-কালঃ
০১/০৬/২০১৫ ইং,দুপুর ;
বড়লেখা, মৌলভীবাজার।